ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় ঝুটের গোডাউনে আগুন

রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবেরবাগ ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চারটি ইউনিট কাজ করে। শনিবার (১৩ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে আগুন লাগে। পরে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে মিরপুরের নবাবেরবাগ ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা দেয়। এরপর টানা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ads

Our Facebook Page